নিউজ ডেস্ক : গত বছর ভারতে চালু হয় বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম মোটেরা। গুজরাটের আহমেদাবাদের ওই স্টেডিয়ামটি লাইমলাইটে থাকতে মরিয়া মোদি নিজের নামে নামকরণ ও করে নিয়েছেন। এবার ভারতের দ্বিতীয় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে যাচ্ছে রাজস্থানে। এই স্টেডিয়াম তৈরিতে বিসিসিআই দিচ্ছে ১০০ কোটি টাকা। রাজধানী জয়পুরের নিকটে তৈরি হবে এক স্টেডিয়াম।
স্টেডিয়াম তৈরিতে মোট ২৯০ কোটি টাকা লাগছে। এর মধ্যে বোর্ডের অনুদান বাদে ১০০ কোটি ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হবে। বাকি ৯০ কোটি টাকা আসবে স্পনসরশিপ এবং বক্স বিক্রি থেকে। মোট ৭৫ হাজার মানুষ বসতে পারবেন এই স্টেডিয়ামে।
শনিবার টুইট করে স্টেডিয়াম তৈরি হওয়ার কথা জানান আরসিএ সচিব বৈভব গহলৌত। তাঁর দাবি, ২৪ থেকে ৩০ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে স্টেডিয়াম।
উল্লেখ্য, বর্তমান ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম হল ক্রিকেটের নন্দন কানন খ্যাত আমাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন। যার দর্শক ধারণ ক্ষমতা ৬৭০০০০। কিন্তু এবার এই স্থান হারাতে চলেছে ইডেন।