নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বড় জয় পেল বিজেপি। ফলাফলের এই সম্ভাবনায় বেশ খানিকটা অস্বস্তিতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। নির্বাচনের হাওয়া বলছে, ৭৫টি আসনের ৬৭টিই জিতল পদ্ম শিবির, অন্যদিকে অখিলেশের দল জিতেছে ৬টি আসন। ২০১৬ সালে এই নির্বাচনেই ৬০টি আসন দখল করেছিল সপা। তবে এই ফলাফল নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই। কারণ, এক্ষেত্রে সাধারন মানুষের অংশগ্রহণ নেই আদৌ।
অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে তা এই স্থানীয় নির্বাচন দেখে বোঝা যায় না। পরের বছর নির্বাচনে যোগী আদিত্যনাথের সরকার টিকে থাকবে না যাবে তা এই ফলাফল দেখে বলা সম্ভব নয়। কারণ, এই নির্বাচনে ভুত দেননি সাধারন মানুষ। এই নির্বাচনে ভোট দাতা হলেন শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা। তাই এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে যে কি পরিবর্তন এসেছে তা প্রতিফলিত হয় নি। তবে, মনে করা হচ্ছে ২০২২ নির্বাচন যোগী অ্যান্ড কোম্পানির জন্য অগ্নিপরীক্ষা।
অবশ্য এই নির্বাচনে ও বিজেপি রীগিং করেছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। তবে প্রতিবাদকারীদের ওপর দমন পীড়ন চালিয়ে যোগী সরকার। উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেব সিং গর্বিত সুরে বলেছেন, ‘বিজেপি ৭৫-এর মধ্যে ৬৭টা আসন জিতেছে, ২০২২ বিধানসভাও জিতবে।’
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে ৩০০০ মতো জেলা পঞ্চায়েত সদস্য আছে। এর মধ্যে ৭৫টি জেলার চেয়ারপার্সন নির্বাচন করতেই হয়েছিল এই নির্বাচন। মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি এই নির্বাচনে লড়াই করেনি।