আপাতত রাজ্যে হচ্ছেনা শিক্ষক নিয়োগ

রাজ্যে শিক্ষক নিয়োগে ফের বাধা । আপাতত শিক্ষক নিয়োগ সহজে হচ্ছে না । D.El.Ed. উত্তীর্ণদের জন্য নতুন করে  TET পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সামনের বছর ৩১ মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। আজ এই নির্দেশ দিলেন বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ।

আদালতে মামলাকারীদের বক্তব্য , ২০১৫ সালের পর থেকে থেকে এই রাজ্যে কোনও টেট পরীক্ষা হয়নি। এনসিটিই গাইডলাইন অনুযায়ী ন্যূনতম বছরে একবার পরীক্ষা নিতে হবে। তবে যারা ডি এলড পাস করেছেন , তাদের বয়সটাও মাথায় রাখা হোক , এই আবেদনও করা হয়।

টেট ২০১৭ নেওয়ার নোটিফিকেশন হয়েছিল ওই বছরই , ফর্ম ফিলাপ সেই সময়েই শেষ হয়ে যায় , কিন্তু পরীক্ষাটা হয় ২০২১ সালের জানুয়ারি মাসে। এর আগে ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন 2018-20 D.EL.ED ব্যাচের বেশকিছু চাকরি প্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ 2018-20 D.EL.ED ব্যাচের মামলাকারী পরীক্ষার্থীদের পক্ষে রায় দেন।

Latest articles

Related articles