জোম্যাটো, সুইগির প্রতিযোগিতা কমিশনের দ্বারস্থ হল রেস্তরাঁ সংগঠন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

zomato-swiggy

জোম্যাটো, সুইগির মতো অনলাইন খাবার অর্ডার অ্যাপগুলির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের দ্বারস্থ হল রেস্তরাঁ সংগঠন এনআরএআই। তাদের অভিযোগ, প্রতিযোগিতার নিয়ম ভাঙছে এই সমস্ত অ্যাপগুলি। যার ফলে ক্ষতি হচ্ছে দেশের হোটেল-রেস্তরাঁ শিল্পের।

যদিও অনেকে বলছেন, করোনার মধ্যে একটা বড় সময় পরিষেবা বন্ধ ছিল হোটেল-রেস্তরাঁয়। তা খুললেও সুরক্ষার কথা মাথায় রেখে বসে খাওয়া এড়িয়ে চলছেন বহু মানুষ। এর মধ্যে যতটুকু ব্যবসা তারা করেছে, তার অনেকটাই এসেছে এই সব অ্যাপ বা অনলাইনে অর্ডার মারফত। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যা মেটানোর পথে হাঁটতে হবে সংশ্লিষ্ট মহলকে। না-হলে সমস্যায় পড়বেন ক্রেতারাই।

জোম্যাটোর মতো অ্যাপের কারণে কী ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দেখেই বাধ্য হয়ে ১ জুলাই এই অভিযোগ দায়ের করা হয়েছে। একসঙ্গে একাধিক পরিষেবা দেওয়া, বিপুল ছাড় এবং চড়া হারে কমিশন নেওয়া, নিরপেক্ষতা নষ্ট করা, স্বচ্ছতার অভাবের কথা তুলে ধরা হয়েছে সেখানে।

সংগঠনের প্রেসিডেন্ট অনুরাগ কাট্রিয়ারের দাবি, গত ১৫-১৮ মাস ধরে অ্যাপ-সংস্থাগুলির সঙ্গে বিভিন্ন সমস্যা মেটাতে কথা বললেও, রফাসূত্র মেলেনি। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ। রেস্তরাঁ শিল্পের স্বার্থের কথা মাথায় রেখেই ওই সব সংস্থা যাতে কাজ করে, তা নিশ্চিত করতে কমিশনের সঙ্গে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।

যদিও অনেকে বলছেন, করোনার মধ্যে একটা বড় সময় পরিষেবা বন্ধ ছিল হোটেল-রেস্তরাঁয়। তা খুললেও সুরক্ষার কথা মাথায় রেখে বসে খাওয়া এড়িয়ে চলছেন বহু মানুষ। এর মধ্যে যতটুকু ব্যবসা তারা করেছে, তার অনেকটাই এসেছে এই সব অ্যাপ বা অনলাইনে অর্ডার মারফত। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যা মেটানোর পথে হাঁটতে হবে সংশ্লিষ্ট মহলকে। না-হলে সমস্যায় পড়বেন ক্রেতারাই।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর