নিজস্ব সংবাদদাতা, তমলুক, এনবিটিভি: লক ডাউনের কারনে চারিদিকে যখন রক্তের অভাব, এই অভাব মেটাতে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শাখার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই সংগঠনের জেলা সভাপতি সেক ওলিদ আলি বলেন, আমি জেলার সমস্ত ব্লকের সাথে আলোচনা করেছি যাতে আরো অনেক বেশি রক্ত দান শিবিরের ব্যবস্থা করা যায়।
যদিও, জেলা সম্পাদক রুহুল কুদ্দুস এই সংকটময় পরিস্থিতিতে সমস্ত ছাত্র যুব সংগঠন গুলিকে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের রক্তদান শিবির পরিচালনা করেন নন্দকুমার ব্লকের সভাপতি সেক সমাউল আলি। এছাড়া ও উপস্থিত ছিলেন এ.আই.ও এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সরওয়ার হাসান ও আমিনুল হাসান প্রমুখ।