বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আজ সুন্দরবনে শুরু হল ৫ কোটি ম্যানগ্রোভ রোপন কর্মসূচি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200606-WA0017

সাইফুদ্দিন মোল্লা, সুন্দরবন, এনবিটিভি: আজ বিশ্ব পরিবেশ দিবস। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ইচ্ছা পূরণ করতে আজ বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে শুরু হয়ে গেল “৫ কোটি ম্যানগ্রোভ রোপন” কর্মসূচি।

আজকের দিনে ক্যানিং-১ ব্লকের বিডিও নীলাদ্রিশেখর এর নেতৃত্বে ৫০০ মহিলা ৫ হাজার ম্যানগ্রোভ চারাগাছ নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় মতলা নদীর চরে রোপন করলেন। এইকাজের মধ্যে দিয়েই সূচনা করেন মুখ্যমন্ত্রীর ম্যানগ্রোভ বিস্তার কর্মসূচি। ক্যানিং ছাড়াও গোসাবা, বাসন্তী, সাগর, কাকদ্বীপ, জয়নগর, কুলতলি- সুন্দরবনের ১৩ টি ব্লকে চারা রোপন করা হয়েছে অসংখ্য । চলতি আর্থিক বছরে সারা সুন্দরবনে নদীর চড়ে ৫ কোটি ম্যানগ্রোভ চারা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

২০ মে প্রবল ‘আমফান’ ঝড়ে সুন্দরবনের প্রচুর ক্ষতি হয়েছে। নদী বাঁধ ভেঙে এলাকা এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তবে দেখা গিয়েছে, যেসব জায়গায় ম্যানগ্রোভ গাছ ছিল সেইসব জায়গায় ক্ষতি কম হয়েছে।২০১৯ সালের নভেম্বর মাসে অতি তীব্র ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে অনেক ক্ষয়ক্ষতি হয় সুন্দরবনের অনেক এলাকা। তখনও ম্যানগ্রোভ বনাঞ্চল এলাকা গুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম ছিলো। এই কারণে ম্যানগ্রোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবদিক বিবেচনা করে মুখ্যমন্ত্রী নির্দেশে সুন্দরবন-জুড়ে ‘ম্যানগ্রোভ রোপন কর্মসূচি’ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্দ্যেশ্য কার্যকর করতে সুন্দরবনের ব্লক গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর