বিজেপি পার্টি করার অপরাধে খুন হলেন দক্ষিণ চব্বিশ পরগনার এক ব্যক্তি। মৃতের নাম জ্যোতির্ময় মন্ডল।দক্ষিণ 24 পরগনার গোসাবার বড় মোল্লাখালি রাধানগরের বাসিন্দা তিনি। সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ এলাকায় জ্যোতির্ময় বিজেপি করার অপরাধে বিধানসভার ভোট গণনার পর থেকে তাদের বড় মোল্লাখালি তারানগর বাজারের একটি দোকান বন্ধ রেখে দেয় বলে অভিযোগ। গতকাল দোকান খুলতে গেলে বাধা দেয় তৃণমূল কর্মীরা। তাই থানায় কয়েক জনের নামে অভিযোগ দায়ের করে জ্যোতির্ময় ।তারপরেই সন্ধার সময় তাকে ডেকে নিয়ে যায় বেশ কিছু ব্যক্তি। তারপর থেকেই নিখোঁজ তিনি। সকালে খবর আসে সন্দেশখালি এলাকার দূর্গা মন্ডপ এর কাছে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে আছে। পরে মৃতদেহটি সন্দেশখালি থানা নিয়ে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত করছে।