বাগনানে নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকা পোড়ালো এসইউসিআই

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

75b9e49c-8833-47f9-a5ca-6af82a83cfca

বাগনান, হাওড়া : পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ সহ একাধিক দাবিতে বাগনানে আজ(০৬/০৭/২০২১) বিক্ষোভ প্রতিবাদ মিছিল সংগঠিত করল এস ইউ সি আই (কমিউনিস্ট)। জনজীবনের নানা জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে ১-৭ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ সপ্তাহের আহ্বান জানিয়েছে দলের রাজ্য কমিটি।তার‌ই অঙ্গরূপে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার।এই বিক্ষোভ মিছিলের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র কুশপুত্তলিকা পোড়ানো হয়।কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য নিখিল বেরা। প্রসঙ্গত উল্লেখ্য যে, পেট্রোলের দাম বাড়তে বাড়তে কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে এবং রান্নার গ্যাসের দাম প্রায় হাজার ছুঁই ছুঁই।নিখিলবাবু জানিয়েছেন, “করোনা ও দীর্ঘ লকডাউনের কারণে বহু পরিবার কাজ হারিয়ে বর্তমানে নিঃস্ব। এমতাবস্থায় এই জ্বালানী দ্রব্যের মূল্যবৃদ্ধি ও তাকে ভিত্তি করেঅন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটবে।ফলে সাধারণ মানুষের দিনগুজরান খুবই মুশকিল হয়ে পড়বে।তাই অবিলম্বে পেট্রোল ডিজেল সহ সমস্ত দ্রব্যের মূল্য কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে এই বিক্ষোভ মিছিল করছি।”দাবি পূরণ না হলে জনগণকে সংগঠিত করে আর‌ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের জেলা নেতৃত্ব।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর