এটিএম প্রতারণার ফাঁদে সরকারি কর্মী, খোয়ালেন ৪০ হাজার টাকা

মালদা: এটিএম প্রতারণার ফাঁদে পড়ে প্রায় ৪০ হাজার টাকা হারালেন এক সরকারি কর্মী। বুধবার এই মর্মে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই সরকারি কর্মী।

জানা গিয়েছে, ওই সরকারি কর্মীর নাম মোজাম্মেল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কমলাবাড়ী এলাকায়। চলতি মাসের ৪ই জুলাইয়ের রাতে তাঁর মোবাইল নম্বরে একটি ফোন আসে। ফোনে বলা হয় তার এটিএম বন্ধ হয়ে গিয়েছে। এর জন্য এখনই এটিএমের নম্বর ও পিন নম্বর লাগবে। কিছু না ভেবে এটিএমের নম্বর বলে ফেলেন ওই সরকারি কর্মী। এরপরই দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০১৪৯ টাকা কেটে নেওয়া হয়েছে। পরেরদিন হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বুধবার ওই সরকারি কর্মী আবার মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Latest articles

Related articles