আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

গতকাল শহর কলকাতায় ঘণ্টাখানেকের বৃষ্টিতেই কার্যত জলের তলায় চলে গিয়েছিল রাস্তাঘাট। আজও আবহাওয়ার পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুরের হাওয়া অফিস। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও শহরতলিতে সারাদিন আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত্‍সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জায়গায়। গোটা রাজ্যেই কমবেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার। তবে কলকাতায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বাকি জেলায় গতকালের চেয়ে বৃষ্টি কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে সপ্তাহভর বৃষ্টি হবে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার তার ব্যতিক্রম হবে না। আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হবে। দু-এক পশলায় ভিজবে দুই দিনাজপুর।

Latest articles

Related articles