প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ,রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইপিএস রচপাল সিং

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আইপিএস রচপাল সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেশ কিছু দিন ধরে শ্বাস কষ্ট হচ্ছিল। এর পাশাপাশি ডায়ালিসিস চলছিল। পরশু দিন শ্বাস কষ্ট একটু বেশি হওয়ায় সেই কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোর ৪:৩০ টা নাগাদ রাচপাল সিং মারা যান।

১৯৭৪ ব্যাচের এই আইপিএস চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পরই তৃণমূলে যোগ দেন।

২০১৬ সালে তারকেশ্বর থেকে ভোটে জয়লাভ করেন তিনি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি রাজ্যের পর্যটন এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন। রচপাল সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। জানা গিয়েছে তাঁর মরদেহ এলগিন রোডের গুরুদ্বারাতে নিয়ে যাওয়া হবে সেখান থেকে কেওড়া তলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে
বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন মন্ত্রী রচপাল সিং-এর।

Latest articles

Related articles