গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত একদিনে ৮১৭

নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের। ফলে ফের আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে চিন্তা বাড়ছে।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৩ জন। মৃতের সংখ্যা ছিল ৯৩০।

 

তৃতীয় ঢেউ আসার আগে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। সাবধানতা আর টিকাকরণই করোনা থেকে বাঁচার উপায় বলে মনে করছেন চিকিৎসকেরাও।

Latest articles

Related articles