দিলওয়ার হোসেন ,সুতি, মুর্শিদাবাদ : মানবাধিকার কর্মী ফাদার স্ট্যান স্বামীর হত্যার প্রতিবাদে আজ এসডিপিআই সারা দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে সুতি বিধানসভা কমিটির পক্ষ থেকে সুতির কাশিমনগর ফুটানি মোড়ে পথসভার আয়োজন করা হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাক্তন জেলা কমিটির সম্পাদক মহাম্মদ রাকিম সেখ, সুতি বিধানসভা কমিটির সভাপতি এস এম সেম্ফুল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ধুলিয়ান সাবডিভিশন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ইউসুফ আলী, ডাঃ মীর জাকির আলী, মোক্তার হোসেন,আমির হামজা -সহ অন্যান্য সদস্যরা।
তাঁদের দাবিগুলি হল, ‘স্টান স্বামীর মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে । UAPA সহ সমস্ত কালা কানুন বন্ধ করতে হবে । স্টান স্বামীর মৃত্যুতে সমস্ত মানুষ এক হও । RSS এর কালো হাত ভেঙে নষ্ট করতে জোরালো আওয়াজ তোলেন।’
এইসব দাবি নিয়ে স্লোগান আকারে পথসভায় নামে এসডিপিআই।