গভীররাতে শপথ নিলেন রাজ্যপাল

গভীর রাতে হঠাত্‍ করে সাংবিধানিক ‘শপথ’ নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়! তবে কোনও আনুষ্ঠানিক আয়োজন নয়, টুইটারে। আচমকা এই কাণ্ডে তুমুল জল্পনা শুরু হয়েছে, হঠাত্‍ এত রাতে রাজ্যপাল তাঁর সাংবিধানিক কর্তব্যের কথা কেন স্মরণ করিয়েছেন! শুক্রবার গভীর রাতে, একটা নাগাদ তিনি টুইটারে পোস্ট করেন নিজের শপথবাক্য।

Latest articles

Related articles