আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল, ভবিষ্যৎবাণী বলসোনারোর

নিউজ ডেস্ক : ভারতীয় সময় আগামীকাল ভোরেই কোপা আমেরিকা কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। সময় যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ চড়ছে। দুই দলের সমর্থকরাই দাবি করছেন তাদের দল জিততে চলেছে কোপার শিরোপা। এবার সাধারন ব্রাজিল ভক্তের মতো এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎ বাণী করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

দক্ষিণ আমেরিকান নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রতিবেশী দেশের আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ্য করে বলসোনারো এ কথা বলেন। ‘মারাকানায় শুধু লড়াই হবে। ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলসোনারো বলেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’

তবে শেষ পর্যন্ত কোপার মুকুট কার মাথায় ওঠে সেটা দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আবার আগামীকালই আছে ইউরো কাপের ফাইনাল। হাইভোল্টেজ এই ম্যাচে মুখোমুখী হতে চলেছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ইতালি এবং ইংল্যান্ড।

Latest articles

Related articles