একদিনে আরো ১৬জন শনাক্ত হলো ফেনীতে

ফেনী জেলা প্রতিনিধি : মির্জা নাদিম

নতুন করে একদিনে ফেনীতে আরো ১৬ জনের দেহে শনাক্ত হলো করোনা ভাইরাস (কোভিড-১৯)। রবিবার সকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দাগনভূঞায় ৮ জন, সোনাগাজীতে ৭ জন ও পরশুরামের ১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬৪জন। সুস্থ হয়েছে ৬৭ জন। এ পর্যন্ত মারা গেছে ৫ জন। জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৩শ ৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে থেকে ১ হাজার ৯শ’ ৩৫ জনের প্রতিবেদন আসে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাবে এ নমুনাগুলো পাঠানো হয়।

Latest articles

Related articles