মালদাঃ- এক জমি ব্যবসায়ীকে গুলি করে পালালো দুষ্কৃতীরা রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানা এলাকায় উল্কা কালী মন্দিরের সামনে বসে আড্ডা মারার সময় দুই বাইক আরোহী গুলি করে পালায় বলে অভিযোগ।কে বা কারা গুলি করে পালিয়েছে তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ওই জমি ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নেপাল চৌধুরী। তার বাড়ি ইংরেজবাজার থানার শোভানগর এলাকায়। সূত্রের খবর, গত তিনদিন আগে জেল হেফাজত থেকে ছাড়া পেয়েছিলেন নেপালবাবু। পুরনো কোন শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।