হাওড়ার (Howrah) সালকিয়ার বাঁধাঘাট এলাকায় অগ্নিকাণ্ড। আজ ভোর চারটে নাগাদ একটি তুলোর গোডাউনে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় গোডাউনটি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। প্রায় ৬ হাজার বর্গফুট জায়গা জুড়ে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দাউদাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। দমকলের পাঁচটি ইঞ্জিন (Fire Engines) ঘটনাস্থলে আসে। দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আর কোনও সম্ভাবনা নেই বলে জানানো হচ্ছে দমকল কর্তৃপক্ষের তরফে। এই মুহূর্তে আগুন নেভানোর শেষ মুহূর্তের কাজ চলছে। অগ্নিকাণ্ডের জেরে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।