ইউরোর ‘গোল্ডেন বুট’ জিতলেন রোনালদো

নিউজ ডেস্ক : ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই ইউরো কাপের পর্দা পড়েছে গতকাল। লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডকে পেনাল্টিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইতালি। দলগত বিভাগে ইতালি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই বছর আবার ব্যক্তিগত পরিসরে নিজেকে এই ইউরো কাপের সেরা হিসেবে প্রমাণ করে গোল্ডেন বুট পেলেন রোনালদো। গত বছরের চ্যাম্পিয়ন পর্তুগালের রোনালদো বরাবর ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে দেখা হয়।

 

 

নিজের দল রাউন্ড অফ সিক্সটিন থেকে বেলজিয়ামের কাছে কঠিন লড়াইয়ে পরাজিত হয়ে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে রোনাল্ডো ততদিনে ইউরোর সর্বোচ্চ গোলদাতা হওয়ার মতো স্থান অর্জন করে নিয়েছিলেন। রোনাল্ডো প্রতিপক্ষের জালে মোট ৫ বার বল জড়িয়ে দিয়েছেন। ৩৬ বছর বয়সী রোনাল্ডো অন্যদের সঙ্গে মিলে দুটো গোল করতে অবদান রেখেছেন। তবে তার সঙ্গে এই বছর আরো কয়েকজন ৫ টি হল করেছেন কিন্তু অ্যাসিস্টের সংখ্যায় এগিয়ে থাকায় রোনাল্ডোর হাতে উঠেছে এই পুরস্কার।

Latest articles

Related articles