মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হল এবার। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় পেল। ঘোষিত হল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের বিষয় ও সিট সংখ্যা। আনন্দের জোয়ারে ভাসছে মুর্শিদাবাদ। তবুও কোথাও যেন “কিন্তু” রয়েই গেল। আর সেই ‘কিন্তু’র সূত্র ধরেই উঠছে সমালোচনার ঝড়।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনের জন্য যে সমস্ত বিষয় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে নেই জার্নালিজমের মতো জনপ্রিয় বিষয় পড়ার সুযোগ। যে বিষয় নিয়ে পড়াশোনা করলে খুলে যেতে পারে নতুন দিগন্ত, চাকরীর এই মন্দার বাজারেও জার্নালিজম পড়ার সুযোগ নেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে।
আরও একটি ‘কিন্তু’ হল, মুর্শিদাবাদ মোটের উপরে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের বিষয়ের মধ্যে স্থান পায়নি আরবি ভাষা। আর এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা। এর সঙ্গে গোদের উপর বিষফোঁড়ার মত কাজ করছে আরও একটি বিষয়। ভাষাভিত্তিক বিষয় আছে তিনটি। বাংলা,ইংরাজী ও সংস্কৃত। বাংলা ও ইংরাজীর সিট যথাক্রমে ৬০ টি করে, আর সংস্কৃতর সিট ৮০ টি। এখানে প্রশ্ন বাংলা ও ইংরেজির থেকে সংস্কৃতের সিট বেশী কেন?একে সংযোজিত নয় আরবি ভাষা, তাতে সংস্কৃতের সিট বাংলা ইংরেজির থেকেও বেশী,এখানে ধর্মীয় মেরুকরণেরই গন্ধ পাচ্ছেন সমালোচকেরা।