জার্মানি জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ

এনবিটিভি ডেস্কঃ জার্মানির ২৫ টি শহরে শনিবার ৬ জুন যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ ও পুলিশি সহিংসতার বিরোধী আন্দোলনের সাথে সংহতি ও জার্মানিতে বর্ণবাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে।

বার্লিন, হামবূর্গ, হ্যানোভার, ব্রিমেন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ফ্রাঙ্কফূর্ট,মিউনিক,স্টুটগার্ড, মানহাইম, কার্লসরুয়ে, লাইপজিগ, গোয়েটিংগেন, বিলেফেল্ড, ওসানাব্রুক, ম্যাগডেবূর্গ, রোস্টক, ড্রেসডেন প্রভৃতি শহরে শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশের উদ্যোক্তরা জনিয়েছে, কতৃপক্ষের কাছে অনুমতি পত্রে সমাবেশে বিক্ষোভকারীদের যে আনুমানিক সংখ্যা জানিয়েছিলেন, সবত্র তার চেয়ে অনেক অনেক গুন বেশী বিক্ষোকারী হাজির হয়।

Latest articles

Related articles