জামাইকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে

মালদা, ২৪ জুলাই: জামাইকে প্রাণে মেরে ফেলার জন্য রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে। হামলায় গুরুতর জখম জামাইকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোলের চাঁদপুর এলাকায়।

জানা গেছে, চাঁদপুরের বাসিন্দা সেরাজুল আলির সঙ্গে প্রায় তিন বছর ধরে বিবাদ চলছিল তার স্ত্রী সুলেখা খাতুনের। এমনকি পারিবারিক অশান্তির জেরে প্রায় দু’বছর আগে সুলেখা বাপের বাড়ি চলে যায় বলে অভিযোগ। যদিও স্বামী স্ত্রীর বিবাদ চলছিলই। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় মাড়োয়ারি পাড়ার কাছে সেরাজুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার শ্বশুর ও শ্যালক। ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেরাজুলের পরিবার চাঁচোল থানায় সেরাজুলের শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচোল থানার পুলিশ।

Latest articles

Related articles