ফের করোনায় আক্রান্ত বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ গলফার জন রাম। এই নিয়ে দুই মাসে দুইবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। আর তাই টোকিও অলিম্পিকে অংশ নিতে পারছেন না তিনি। স্বপ্নের জয় অধরাই থেকে গেল জন রামের। এদিন ইন্টারন্যাশনাল গলফ ফেডারেশনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন জন রামের করোনা আক্রান্ত হওয়ার খবর।
বিবৃতিতে জানানো হয়েছে, টোকিওর বিমান ধরার আগেই ২৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। যার ফলে আর টোকিও বিমান ধরা হল না। তবে স্পেনের দলে অন্য কোন গলফারকে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। আর তাই দলটির একমাত্র প্রতিনিধি এখন আদ্রি আরনাউস।
প্রসঙ্গত, এর আগে গত ৫ জুন মেমোরিয়াল টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডের পর কোভিড টেস্ট পজিটিভ আসে এই স্প্যানিশ গলফারের।সুস্থ হয়ে দুই সপ্তাহ পর ফিরে ইউএস ওপেন জয়ের মধ্য দিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন রাম। সেটিই ছিল তার প্রথম মেজর চ্যাম্পিয়নশিপ জয়।