——————–
লিখেছেন
শামীম সরকার :
রাস্তার মেয়েরা খুব সুন্দরী
ভালো লাগে পরের বৌ।
পাশের বাড়ির বৌদি ভালো
ঐখানে সব মৌ।।
অন্যের বাড়ি সুন্দর বেশি
সুন্দর অন্যের ঘর।
অন্যের জিনিস সবি ভালো
দেখে জ্বলে রে অন্তর।।
অন্যের বৌ-টা দেখলে ভারী
প্রেম জাগে রে মনে।
ভাবি,একটু খানি রসের আলাপ
যদি করা যেত তার সনে।।
অন্যের মেয়ে দেখেলেই ভাবি
শালা কি চমৎকার মাল।
এদের দেখে মাথা নস্ট
হচ্ছে রে আজকাল।।
অন্যের সুখ দেখে আমার
কস্ট লাগে খুব।
শালা কেন তারা এত সুখি
ভাবলে হয়ে যাই রে চুপ।।
অন্যের নারী,গাড়ি,বাড়ি দেখে
আমি আফসোসে যাই মরে।
ভুলেই গেছি,আমারটা দেখেও
এমন অন্য একজন করে।।