মালদা,২৯ জুলাই : দিনাজপুরে দলীয় কার্যক্রম শেষ করে কলকাতা ফেরার পথে বৃহস্পতিবার সকালে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় “চায়-পে চর্চা”(chaye-pe-chorcha) অনুষ্ঠানে অংশ নিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী সুতপা মুখার্জি,বিজেপি নেতা অম্লান ভাদুরি সহ অন্যান্য জেলা নেতৃত্ব।
এদিন চা চর্চার পাশাপাশি সাধারণ মানুষকে কোভিড বিধি মেনে চলার জন্য মাক্স বিতরণ করা হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু জানান, “প্রধানমন্ত্রী অনেকেই হতে চান। বিজেপিকে ঠেকাতে সমস্ত দল এক হচ্ছে। এতে লাভ হবে না। পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে না।
গত ১৯ সালে চেষ্টা করেছিল হয়নি আগামী ২৪ সালেও হবেনা।”