শামীম সরকার স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের বাজিতপুরে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজার একটি চালানসহ মো. সানোয়ার হোসেন (৩৮) ও আব্দুস শহীদ মিয়া (৪৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. সানোয়ার হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটারআওয়ার গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে এবং আব্দুস শহীদ মিয়া একই গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কমান্ডার এম শোভন খান বিএন , মো. সানোয়ার হোসেন ও আব্দুস শহীদ মিয়া উভয়েই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম বুধবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে বাজিতপুর উপজেলার পাটুলী ফেরিঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে ২০ কেজি গাঁজার একটি চালানসহ দুই মাদক ব্যবসায়ী মো. সানোয়ার হোসেন ও আব্দুস শহীদকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।