রিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী প্রাক্তন ইউরোপ এবং বিশ্বচ্যাম্পিয়ন সুইডেনের সোফিয়া ম্যাটসনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ভোগত। তবে মহিলাদের ফ্রিস্টাইলের ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বেলারুশের ভানেসা কালাদজিনস্কায়ার কাছে হেরে গেলেন শীর্ষ বাছাই ভিনেশ। খেলার ফলাফল বিশ্ব এবং ইউরোপীয়ন চ্যাম্পিয়নশীপে দুটো করে সোনা জয়ী ভানেসার পক্ষে ৯-৩। ভিনেশের হারে হতাশ দেশবাসী।
কোয়ার্টার ফাইনালে হারের সাথে সাথেই সোনা এবং রূপো জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন ভিনেশ। তবে যদি বেলারুশের ভানেসা ফাইনালে পৌঁছান তবে ভিনেশের সামনে সুযোগ থাকবে ব্রোঞ্জ জেতার। দেশবাসী এখন ভানেসার ফাইনালে ওঠার জন্য তাকিয়ে আছে।
💔
News Flash: Vinesh Phogat goes down to 2 time World Champion Vanesa Kaladzinskaya in QF (53kg).
Vinesh was pinned down.
Now Vinesh needs to wait to see if she can be in contention for Repechage. pic.twitter.com/4dlC8iPDOx— India_AllSports (@India_AllSports) August 5, 2021