মালদায় পালিত হল কিশোর কুমারের ৯২তম জন্মদিন

মালদাঃ বুধবার সন্ধ্যায় শ্রদ্ধেয় কিশোর কুমারের ৯২ তম জন্মদিবস পালন করলেন মালদা শহরের বিশিষ্ট কিশোর কন্ঠী শিল্পী মধু সরকার। সুসজ্জিত মঞ্চে কেক কেটে সপ্ত প্রদীপ জ্বালিয়ে তাঁর সাথে সাথে এই মঞ্চে তাঁকে সংগীতের মাধ্যমে স্মরণ করেন কিশোর কুমারের এক ভক্ত।

 

 

আজও পর্যন্ত শুধুমাত্র কিশোর কন্ঠের গানগুলোই করেন এবং যতদিন বেঁচে থাকবেন জীবনের শেষ দিন পর্যন্ত কিশোর কুমারের গান গেয়ে যাবেন বলে জানান তিনি। বুধবার সন্ধ্যায় এই জন্মদিন উপলক্ষে কিশোর কুমার কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি প্রসিদ্ধ গান ‘হ্যায় জিন্দেগি কাহা হুঁ ভুল’ গানটির ভিডিও উৎসর্গ করেন।

Latest articles

Related articles