উদ্বেগ বাড়িয়ে করোনায় একদিনে দেশে ফের মৃতের সংখ্যা ছাড়াল ৬০০

নয়াদিল্লি: ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামলেও ফের ৬০০ ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা। দৈনিক মৃত্যু বাড়ল ৩০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন।

 

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন।

 

অগাস্টে এই নিয়ে দ্বিতীয়বার করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কম হল। কিন্তু মৃতের সংখ্যা বাড়ল। চলতি মাসে এই প্রথমবার দৈনিক মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা বেশি। এই পরিসংখ্যান অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা  ২০০৬ কমেছে।

 

ফের নতুন আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তায় চিকিৎসক থেকে দেশবাসী।

Latest articles

Related articles