সোমবার গভীর রাতে সল্টলেকের সেক্টর ফাইভের কল সেন্টারে পুলিসি হানা। প্রতারণার অভিযোগে গ্রেফতার ৯ জন, আটক এক। বাজেয়াপ্ত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস এবং নগদ টাকা।
জানা গিয়েছে, সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালায় বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সল্টলেকের সেক্টর ফাইভের একটি কল সেন্টারে অভিযান চালানো হয়। অভিযোগ, কল সেন্টার খুলে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালাতো সংস্থাটি। বিভিন্ন কোম্পানির অফিস থেকে নম্বর সংগ্রহ করে গ্রাহকদের ফোন করে প্রতারণা করা হত। শুধু এ রাজ্য বা দেশ নয়, বিদেশেও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত্ করার অভিযোগ রয়েছে।
এই ঘটনার তদন্তে নেমে সাইবার ক্রাইম থানার পুলিশ সেক্টর ফাইভে ডিএন ব্লকের একটি অফিসে অভিযান চালায়। মঙ্গলবার ভোরে সেখান থেকে ৯ জনকে গ্রফতার করা হয়। আটক হন ১ জন। উদ্ধার হয় মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স ডিভাইস। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ অর্থ।