২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘোষণা করল আফগানিস্তানের গোষ্ঠী তালিবান। তারা এদিন রাজধানী কাবুলে প্রবেশ করলে পশ্চিমা সমর্থিত আফগানিস্তান সরকারের রাষ্ট্রপতি দেশ ছেড়ে পলায়ন করেন। এরপরেই কোন রক্তপাত ছাড়ায় প্রেসিডেন্ট প্যালেসের দখল নেয় তালিবান।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে “আজকের এই দিন আফগান এবং মুহাজিদদের জন্য একটি গর্বের দিন। তারা তাদের দীর্ঘ ২০ বছরের আত্মত্যাগের ফল পেয়েছে।”
উল্লেখ্য, ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলা হলে আমেরিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে আফগানিস্তানে আক্রমণ করে। দীর্ঘ ২০ বছর যুদ্ধ চালিয়ে, কয়েক লাখ মানুষের প্রাণহানী ও কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে তারা পরাজিত হয়ে দেশ ছাড়ে। আমেরিকান সেনা দেশ ছেড়ে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আফগানিস্তান দখন করল তালিবান।