আফগানিদের জন্য নতুন ভিসা বিভাগ চালু করল ভারতীয় সরকার  

শেষ হয়েছে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ। ক্ষমতায় ফিরেছে তালিবান। তারপরেই তালিবান শাসন থাকতে চাই না এমন হাজার হাজার লোক এয়ারপোর্টে ভিড় জমিয়েছে, চেষ্টা করছে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার। যদিও তালিবানরা ক্ষমা ঘোষণা করেছে সকলের জন্য, বন্ধ করেছে যুদ্ধ। তারপরেও দেশ ছাড়তে চাইছেন হাজার হাজার আফগানী।

এবার তাদের সেই আর্তনাদে কান দিয়ে ভারতীয় সরকার চালু করল নতুন ভিসা বিভাগ। ভারতীয়দের ফিরিয়ে আনার সাথে সাথে আফগানীরাও যাতে ভারতে এসে আশ্রয় নিতে পারেন তার ব্যবস্থা করছে ভারতীয় সরকার।

এবার ভারতে ঢোকার ক্ষেত্রে দ্রুত আবেদনের জন্য এবার ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসার নতুন বিভাগ চালু করেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন, বিদেশমন্ত্রক আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। সেখানকার বর্তমান পরিস্থিতির জেরে ভিসার নিয়ম-নীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। ভারতে ঢোকার জন্য ফাস্ট-ট্র্যাক ভিসা আবেদনের সুযোগ মিলছে। ‘ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা’ বা ইলেকট্রনিক ভিসা নামে একটি নয়া বিভাগ চালু করা হয়েছে। যে উদ্যোগের মাধ্যমে সহজেই ভারতে ঢোকার ক্ষেত্রে অনুমোদন মিলবে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “যাঁরা আফগানিস্তান ছেড়ে ভারতে আসতে চান তাঁদের পুনর্বাসনে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কাবুলে ভারতীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মীদের একটি বিশেষ বিমানে ফেরানো হয়েছে।” বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, “আফগানিস্তানে থাকা ভারতীয়রা যাঁরা দেশে ফিরতে চান তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য বিশেষ কয়েকটি ফোন নম্বরও দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।”

আফগানিস্তানে একটানা ২০ বছর ধরে ছিল মার্কিন সেনা। তারা সন্ত্রাবাদের বিরুদ্ধে লড়তেই আফগানিস্তানে আসলেও শেষ ২০ বছর ধরে রক্ষক্ষয়ী যুদ্ধে জড়িত ছিল আফগানিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী তালিবানের সাথে। এবং অবশেষে পরাজয় স্বীকার করে আফগানিস্তান ছাড়ছে তারা।

আফগানিস্তান ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। বাইডেন আরও জানিয়েছেন, তিনি তাঁর সিদ্ধান্তের উপরে পুরোপুরি দাঁড়িয়ে আছেন।

Latest articles

Related articles