এনবিটিভি ডেস্ক: বাস থেকে চুরি যাওয়া মহিলার মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলেন কলকাতা পুলিশের এক সার্জেন্ট। সঙ্গে ধাওয়া করে চোরকে ধরে গ্রেফতারও করা হয়। শহর কলকাতায় পুলিশের এমন ‘কুইক অ্যাকশন’ ভূমিকা প্রশংসা কুড়িয়েছে।
ঠিক কি হয়েছিল? আজ সকালেরই ঘটনা। বাসন্তী হাইওয়ের ওপর কলকাতা লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটের কাছে সাড়ে আটটা নাগাদ ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জেন্ট রথীন্দ্রনাথ লায়েক। এই সময় হঠাৎই শ্যামবাজার-মালঞ্চ রুটের একটি বাস থেকে সদ্য নেমে আসা এক মহিলা তাঁকে জানান, বাসের মধ্যে তাঁর মোবাইল চুরি করে নিয়েছে এক ব্যক্তি। তিনি চেঁচামেচি করায় ট্যাক্সিতে উঠে পালানোর চেষ্টা করছে চোর।
তিলজলা ট্র্যাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তীর নির্দেশে এবার অবিলম্বে সেই ট্যাক্সির পিছনে ধাওয়া করেন রথীন্দ্রনাথ। সঙ্গে ছিলেন সিভিক ভলান্টিয়ার শুভেন্দু মণ্ডল। এদিকে ট্যাক্সির যাত্রাপথে যত পুলিশকর্মী ছিলেন, সকলকে ট্যাক্সির নম্বর জানিয়ে দিয়েছিলেন সৌভিক। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর বামনঘাটার কাছে অবশেষে শেষ হয় রথীন্দ্রনাথদের ‘চেজ সিকুয়েন্স’। ধরা পড়ে মোবাইল চোর।
অভিযুক্তের নাম শেখ মনিরুল। সে আপাতত কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানায় হেফাজতে। মোবাইল ফিরেয়ে দেওয়া হয় তার মালিকের কাছে। আনন্দ এবং কৃতজ্ঞতায় অভিভূত হয়ে ফোন মালিক ধন্যবাদ জানিয়েছেন কলকাতা পুলিশকে।