লক্ষ্মীর ভান্ডার নিয়ে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

 

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পার্টি অফিস থেকেই চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। এমন ছবি প্রকাশ্যে আসার পরই রীতিমতো চাপে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ঘটনা নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল সভাপতির।

মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের বাইরে রীতিমতো নোটিশ দিয়ে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া ও নেওয়া হবে। সেজন্য শুক্রবার সকাল থেকে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তুলতে লম্বা লাইন পড়ে। কিন্তু দুপুর ২ টোর মধ্যেই ফর্ম বিলি শেষ হয়ে যায়। ফর্ম না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন অনেকেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু হয়।

তবে এই ঘটনায় কড়া ভাষায় শাসকশিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘পার্টি আর সরকার বলে রাজ্যে কিছু আলাদা নয়। মন্ত্রী আর নেতা আলাদা নয়। পার্টির সম্পত্তি, সরকারি সম্পত্তি এক হয়ে গিয়েছে। সেজন্য ভ্যাকসিন, রেশন কার্ড, আধার কার্ড থেকে এখন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মও পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে।’ একইসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, ‘যদি মুখ্যমন্ত্রীর সত্যি কাউকে সাহায্য করার ইচ্ছা থাকত তাহলে জনধন অ্যাকাউন্টে দিতে পারতেন।’

Latest articles

Related articles