বিশ্বজিত কর্মকার, মুর্শিদাবাদঃ ভোট আসে ভোট যায়, বছরের পর বছর চলে যায় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগুয়া পদ্মা নদীর চরের বসবাস কারীদের অবস্থার কোনো পরিবর্তন হয়না। বাংলাদেশ লাগা এই উদয় নগর চর কলোনি, হিন্দু কলোনি, টলটলি পরাস পুর চর এই চোরের বসবাস কারীদের অবস্থা খুবই করুন। নেই কোনো রাস্তা ঘাট, বিশুদ্ধ পানীয় জলের ও শৌচালয় এর কোনো ব্যবস্থা নেই। আর বন্যার জলে আরো বেশি সমস্যার মধ্যে পড়েছে চরের বসবাস কারি মানুষ জন।
স্থানীয়দের বক্তব্য শুধু প্রতিশ্রুতি পেয়ে গিয়েছি, কোনো কাজ এখনও পর্যন্ত দেখতে পায়নি। এই জলের কারণে অনেক সমস্যার মধ্যে আছি, পরিবারে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের কতোক্ষন ধরে রাখবো, ঘরের বাইরে গেলেই বিপদ, তার উপরে সাপের উৎপাত বেশি হয়ে পড়েছে।
ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, রাত্রি কালে কোনো সমস্যা হলে কোনো ভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা সম্ভব নয়, যদিও বিএসএফ জওয়ানদের সাহায্য ছাড়া ।