এনবিটিভি ডেস্ক:গত কয়েকদিন ধরে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে মোটর ভ্যান চালাতে দেওয়ার দাবি নিয়ে ইতিমধ্যে দু’বার কাঁকসা থানা ঘেরাও করে মোটর ভ্যান চালকরা। এবার মোটর ভ্যান চালকদের সাথে আন্দোলনে যোগ দেন পানাগর বাজার এবং কাঁকসার মোটর ভ্যান চালকরা।
সোমবার শতাধিক মোটর ভ্যান ও টোটো চালকরা প্রথমে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। বিক্ষোভের পর কাঁকসার বিডিওকে স্মারক লিপি জমা দেন তারা।
পাশাপাশি আজ কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি এবং কাঁকসা ট্রাফিক গার্ডের দপ্তরেও এদিন স্মারকলিপি জমা দেন তাঁরা। মোটর ভ্যান চালকরা জানিয়েছেন, জাতীয় সড়ক ও রাজ্য সড়কে তাঁদের ফটো এবং মোটর ভ্যান চলার অনুমতি দিতে হবে প্রশাসনকে, নচেৎ বিকল্প তাঁদের ব্যবস্থা করতে হবে। কারণ, বহু টোটো ও মোটর ভ্যান চালক ব্যাংক ঋণ নিয়ে তাঁরা এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন। ফলে মোটর ভ্যান ও টোটো রাস্তায় না নামলে তাঁরা ব্যাংক ঋণ শোধ করবে কিভাবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
যদি প্রশাসন তাদের মোটর ভ্যান ও টোটো জাতীয় সড়ক ও রাজ্য সড়কে চলতে না দেয় তবে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।