অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার কাদিরপুরে

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদা থানা কাদিরপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে একটি পেট্রোল পাম্পের পেছনে। মৃতদেহের কাছ থেকে উদ্ধার হয়েছে লটারির টিকিট। এলাকাবাসীর অনুমান অভাবের সংসারে বারবার লটারি টিকিটে ব্যর্থ হয়ে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত কুন্ডু জানান, “সকালবেলা এলাকার বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মৃতদেহের পাশ থেকে প্রচুর লটারি টিকিট উদ্ধার হয়েছে। আমরা মনে করছি অভাবের কারণে বা মানসিক কারণে আত্মহত্যা করতে পারেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। যদিও তার ছবি তুলে ইতিমধ্যেই আমাদের যে সমস্ত মেম্বার রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে গেছে। তারা তার নাম পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি আমরাও তার পরিচয় খোঁজার চেষ্টা করছি।”

Latest articles

Related articles