পশ্চিম বর্ধমান,আসানসোল: কেন্দ্র সরকারের কালো আইন খারিজ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সকালে আসানসোলের ভগৎ সিং মোড়ে বিক্ষোভ দেখানো হয় বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে। তাঁদের দাবী,কেন্দ্র সরকারের কৃষিবিল অবিলম্বে খারিজ করতে হবে।
বার্ণপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক সুরেন্দ্র সিং বলেন,” ভারত সরকারের যে তিনটি কালো আইন এনেছে তার বিরুদ্ধে দিল্লিতে যে কিষান মোর্চা আন্দোলন করছে। পাশাপাশি ২৬ জানুয়ারি কৃষকরা দিল্লির লাল কেল্লায় যে ট্রাক্টর মিছিল করেছিলেন সেই মিছিলকে ষড়জন্ত্র করে বদনাম করার চক্রের প্রতিবাদে,প্রতিমাসের ২৬ তারিখ কিষান আন্দোলনের পক্ষে এই বিক্ষোভ করা হয়।