সিনেমা পরিচালক ফারাহ খান ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন মে হু না সিনেমার টাইটেল গানের সাথে। সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন আমার সবচেয়ে প্রিয়, শাহরুখ খান। তোমার মত কেউ নেই।
উল্লেখ্য, ফারাহ খান সিনেমা পরিচালনার সাথে সাথে একজন বিখ্যাত কোরিওগ্রাফারও। শাহরুখ ও ফারাহ এর বন্ধুত্বের সম্পর্ক অজানা নয়। একসাথে উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট সিনেমা।