এনবিটিভি ডেস্ক:দুর্গাপুর সগড়ভাঙা হাই স্কুলে শুক্রবার ‘দুয়ারে সরকার’ ক্যাম্প বসে। ওই ক্যাম্পে সাধারণ মানুষ’কে সহযোগিতা করতে সিপিএম-এর পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো হয়। সকাল ৬ টা থেকেই ওই হেল্প ডেস্কের সাহায্য নিতে বহু মানুষ ভিড় জমান।
সিপিএমের দাবি, সাধারণ মানুষ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়, তার জন্য সব রকম সহযোগিতা করা হচ্ছে। বিশেষ করে ফর্মের খুঁটিনাটি খতিয়ে দেখে ফর্ম ফিলাপ করে দেওয়া হচ্ছে।
‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আসা স্থানীয় বাসিন্দা সুমিত্রা লোহার বলেন, আমরা সিপিএমের হেল্প ডেস্কে এসেছি ফর্ম ফিলাপ করতে। অনেক উপকার করল সিপিএম। অনেক মানুষের উপকার হচ্ছে হেল্প ডেস্ক খোলাতে।