উজ্জ্বল দাস,আসানসোল: আসানসোল কর্পোরেশন মোড়ে শ্রমকোড বাতিলের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।অধিকার ইউনিয়ন, ইফটু সহ বেশ কয়েকটি সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শ্রমকোডের তীব্র বিরোধিতা করেছেন।জানা গিয়েছে, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী শ্রমকোড লাগু করতে চলছে।এই শ্রমকোড চালু হলে শ্রমিকরা বিভিন্ন সম্যসায় পড়বে।তাই শ্রমকোড বাতিলের দাবিতে এদিন এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
এদিনের বিক্ষোভ সমাবেশে অধিকার ইউনিয়ন, ইফটু সহ অন্যান্য সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সংগঠনের নেতৃত্বরা জানান, এই শ্রমকোড বাতিলের দাবিতে আগামী 10 ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ জানানো হবে।