কাল পানাগড়ে বেসরকারি কারখানার শিলান্যাসে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে পোস্টার

এনবিটিভি ডেস্ক: বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানাগড়ে একটি বেসরকারি কারখানার শিলান্যাস করবেন এবং কারখানার মালিকদের নিয়ে বৈঠকও করবেন পানাগর শিল্প তালুকে।

একদিকে যখন মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে গোটা এলাকা জুড়ে সাজো সাজো রব। চলছে প্রশাসনিক তৎপরতা। সেই সময় মঙ্গলবার সকাল থেকে সমগ্র পানাগড় জুড়ে একগুচ্ছ দাবীতে ব্যানার ও পোস্টার দিলো বাম খেতমজুর ইউনিয়নের কর্মীরা।

কাঁকসা থানা কমিটির ক্ষেতমজুর ইউনিয়নের সদস্য সুভাষ সাহা বলেন,  তারা শিল্পের বিরোধী নন। শিল্প হোক সেটা তারাও চান। তবে যে সমস্ত বর্গাদার ও ক্ষেতমজুর এখনও ক্ষতিপূরণ পাননি তাদের ক্ষতিপূরণ না দিয়ে কেনো শিল্প করা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তারা। পোস্টারে তারা দাবি রেখেছেন সরকারি চুক্তি মত প্রত্যেক জমিদাতা কে এক কাঠা করে জমি দিতে হবে। যে সমস্ত ক্ষেত মজুর এবং বর্গাদার দের ক্ষতিপূরণ দিয়ে শিল্প স্থাপন, যে সমস্ত জমি দাতা ও ক্ষেত মজুর দের কাজের ব্যবস্থা হয়নি তাদের জন্য কাজের ব্যবস্থার দাবি সহ গ্রামের জল নিকাশি ব্যবস্থা করে শিল্প স্থাপন করার দাবি জানিয়েছেন তাঁরা।

Latest articles

Related articles