মালদায় গাড়ি থেকে উদ্ধার ২০ লক্ষ টাকা ও ব্রাউন সুগার, গ্রেফতার দুই দার্জিলিংয়ের বাসিন্দা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210831_164008

পুরাতন মালদা : কুড়ি লক্ষ টাকার নগদ ও ব্রাউন সুগার সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ভিন জেলার গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম সুরেশ কুমার খারকা ছেত্রী (৪৬) ও ওম প্রকাশ ডাহান(৫০)। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে মালদা জেলার প্রবেশের পকেট রুট মালদা থানার নবাবগঞ্জ এলাকা যায়। গভীর রাতে হানা দিয়ে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল এই ভিন জেলার গাড়িটি। সেই সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও 310 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। স্বাভাবিক ভাবে পুলিশের ধারণা, শহরে প্রবেশের ক্ষেত্রে জেলার প্রধান রাস্তা দিয়ে প্রবেশ করলে তা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে।সেই কারণে এই পাচারকারীরা 34 নম্বর জাতীয় সড়কের পকেট রোড মালদা থানা নবাবগঞ্জ এলাকাতে ব্যবহার করে শহরে প্রবেশ করছিল। যদিও তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে কড়িডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। মনে করা হচ্ছে যে নগদ টাকা উদ্ধার হচ্ছে সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার টাকা রয়েছে। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর