বৃষ্টির জমা জলে ভেঙে পড়ল ঘর, ঘর ছাড়া মুর্শিদাবাদের ডোমকলের আঞ্জুরা বেওয়া

 বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ মেলেনি আবাস যোজনার ঘর। তাই মাটির ঘরেই বসবাস করতেন মুর্শিদাবাদের ডোমকলের আঞ্জুরা বেওয়া। তবে সেই ঘর টুকুও রইলো না তার। বৃষ্টির ফলে গ্রামে জমেছে জল এদিকে নিকাশি নালারও কোনো রকম ব্যবস্থা না থাকায় জল জমে ভেঙে পড়েছে ঘর, সংকটে অন্যান্য গ্রামবাসীরাও।

 মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলের নরজপুর এলাকা এখন জলমগ্ন। এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম নিকাশি নালার ব্যবস্থা করা নেই এই গ্রামে। আর তার ফলেই একটু বৃষ্টি হলেই জল জমে এলাকায়। আর সেই জলেই গত রবিবার সন্ধ্যায় ঘর ভেঙে পড়ে ওই এলাকার বাসিন্দা আঞ্জুরা বেওয়ার। ঘর হারিয়ে তিনি প্রাণে বাঁচলেও তার আস্তানা এখন খোলা আকাশ। তিনি জানান স্থানীয় মেম্বার দের আকুতি করেও এত দিনেও মেলেনি আবাস যোজনার ঘর। যে একটি মাটির বাড়ি ছিল সেটাও এখন জলের তলায়। তবে প্রশাসনের কর্মকর্তারা একবার খোঁজও নিতে আসেননি এলাকায়। শুধু তাই নয় এলাকাবাসী জানান, ভোটের আগে এই গ্রামেই আনাগোনা ছিল তৃণমূলের নেতা ও কর্মীদের। তবে এখন তাদের দেখা মেলা ভার।

 স্থানীয় তৃণমূলের নেতাদের দাবী, বিষয়টি খোঁজ খবর নিয়ে তার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Latest articles

Related articles