আজ পানাগড়ে আসছেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

এনবিটিভি ডেস্ক: আজ দুপুর ১.৩০ নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে পানাগড়ে আসছেন। জানা গেছে, একটি বেসরকারি কারখানার শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীদের নিয়ে পুলিশ ডে সেলিব্রেট করবেন পানাগড় শিল্পতালুকে।

এর পরে তিনি শিল্পপতিদের নিয়ে একটি বৈঠক করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর আগমনে গোটা পানাগড় শিল্প তালুকের চারপাশ সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন সরকারি ব্যানার ও পোস্টারে। রাজ্য সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি রয়েছে সেই সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলির ব্যানার-পোস্টার দেওয়া হয়েছে পানাগড় শিল্প তালুকের চারপাশে। গোটা পানাগড় শিল্পতালুকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সকাল থেকেই। প্রতিটি প্রবেশদ্বারে কড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছেন বেসরকারি নিরাপত্তাকর্মীরা ও পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রীর সভায় স্থল সহ গোটা এলাকা দফায় দফায় পুলিশ আধিকারিকরা পরিদর্শন করছেন এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

মূল মঞ্চের পেছনে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। যদিও দুর্গাপুর থেকে সড়কপথে আজ পানাগড় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সূত্রে এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাইপাস সহ সমগ্র এলাকায় লাগানো হয়েছে তৃণমূলের দলীয় পতাকা ও ব্যানার।

Latest articles

Related articles