হারিয়ে যাওয়া ১২ টি মোবাইল মালিকের হাতে ফিরিয়ে দিয়ে আবারও মানবিকতার নজির গড়ল মোথাবাড়ি থানার পুলিশ

এনবিটিভি ডেস্ক: শুধুই যে চোর ডাকাতকে শায়েস্তা করা পুলিশের কাজ না, সেটা আরেকবার প্রমান করে দিল মোথাবাড়ি থানার পুলিশ। এদিন মোথাবাড়ি থানার পুলিশ বারোটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দিল।

মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী জানান,দীর্ঘ দুই মাস ধরে আমাদের এলাকার কিছু মোবাইল ফোন হারিয়ে গেছিল, সেই মোবাইলগুলো উদ্ধার করে আমরা ১২ জন মোবাইল মালিকের হাতে তুলে দিতে পারলাম। এবং তিনি আরও জানান, পরবর্তীতে আমরা চেষ্টা করব, যেসব মোবাইল গুলি হারিয়েছে সেইগুলি ট্র্যাকিংয়ের মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিকের হাতে তুলে দিতে।

Latest articles

Related articles