মানসিক ভারসাম্যহীন মহিলাকে পাচারকারী সন্দেহে গাছে বেঁধে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

ক্যানিং: এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে নারীপাচারকারী সন্দেহে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রাতে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গ্রামে। স্থানীয় সুত্রে জানাগিয়েছে এদিন রাতের অন্ধকারে তেঁতুলতলা গ্রামের জনৈক মঞ্চুর গাজীর বাড়িতে আচমকা ঢুকে পড়ে বীথি বিশ্বাস জনৈক এক মহিলা । বাড়ির মধ্যে ঢুকেই বাড়ির নাবালিকা কে ভালো জামা প্যান্ট পরে বেরিয়ে আসতে বলে। পাশাপাশি তাকে অন্যত্র নিয়ে চলে যাবেও বলে। রাতের অন্ধকারে আচমকা এমন ঘটনায় ভয় পেয়ে যায় বাড়ির সকলে। তারা ভয়ে চিৎকার শুরু করে। গ্রামের লোকজন চিৎকার শুনে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে আসে।এলকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে ওই মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীর নারীপাচারকারী ভেবেই ওই মহিলা কে ধরে ফেলে। তাকে একটি গাছের গায়ে বেঁধে রেখে মারধর করে।খবর দেওয়া হয় ক্যানিং থানার পুলিশ কে।ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজীর হয়ে ওই মহিলাকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর ওই মহিলা জিঞ্জাসাবাদ করে তার বাবার হাতে তুলে দেয়। জানা গেছে ওই মহিলার বাড়ি নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের হিঞ্চাখালি গ্রামে।

Latest articles

Related articles