খরার মতো পরিস্থিতি থেকে মুক্তির জন্য চাই বৃষ্টি। কিন্তু তার আশায় বর্বর কাণ্ড ঘটালেন মধ্যপ্রদেশের এক গ্রামের কুসংস্কারচ্ছন্ন কট্টর হিন্দুত্ববাদীরা। তারা অন্তত ছয় কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন। তাদের বিশ্বাস, এর জেরে বৃষ্টির দেবতা সন্তুষ্ট হবে। এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের দামো জেলার বানিয়া গ্রামে। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন (এনসিপিসিআর)। ইতিমধ্যেই দামোর জেলা প্রশাসনের কাছ থেকে এ সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবরে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়ে জানিয়েছে, ঘটনাটি ঘটে রবিবার। মধ্যপ্রদেশের একাধিক গ্রামে বৃষ্টি হওয়ায় মাঠ ফুটিফাটা। গ্রামের এক সাধুবাবার নিদান, মহিলাদের নগ্ন করে ঘোরালে বৃষ্টি হবে। ফসলও ফলবে। সেই সাধুবাবার নিদান মেয়ে গ্রামে ছ জন কিশোরীকে নগ্ন করে গ্রামে ঘোরান হয়।
দামোর পুলিশ সুপার ডি আর তেনিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খোঁজার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার কথায়, স্থানীয়দের একটা বিশ্বাস আছে, মেয়েদের নগ্ন করে ঘোরালে নাকি ভালো বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে উর্বর হয় মাটি। ফসলও ভালো ফলে। সেই বিশ্বাস থেকেই গ্রামবাসীরা ছজন মেয়েকে বিবস্ত্র করে গ্রাম প্রদক্ষিণ করায়। দামোর জেলাশাসক এসকৃষ্ণ চৈতন্য জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আশা করা যায় দু-একদিনের মধ্যেই রিপোর্ট আসবে। রিপোর্ট দেখে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।