তালিবানদের মানবিকভাবে সাহায্য করতে হবে, বললেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব

 

তালিবানদের জাতিসংঘের মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। গুতেরেস বলেন, তালিবানদের জাতিসংঘের মানবিক সহায়তা প্রয়োজন। তালিবানদের মোকাবেলায় মানবিক সহায়তা একটি ‘এন্ট্রি পয়েন্ট’ হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের উচ্ছেদের পর বিশ্ব সংস্থা আফগানিস্তানে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ইসলামি আমিরাত অব আফগানিস্তানের সরকার ঘোষণা করলো তালিবান। অবশ্য এটিই চূড়ান্ত সরকার নয়। তালিবান নেতৃত্ব এটিকে বলছে অন্তর্র্বতীকালীন সরকার। ৩৩ সদস্যের এই সরকারে নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর সরকার ঘোষণা করলো তালিবান।

জানা যায়, হাসান আখুন্দের নাম সেভাবে গণমাধ্যমে না এলেও সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী সবচেয়ে ক্ষমতাধর রাহবারি শুরা বা সুপ্রিম কাউন্সিলে দীর্ঘ দিন তিনিই ছিলেন প্রধান। ১৯৯৬-২০০১ সালে আফগানিস্তানের তালেবান সরকারে তিনি প্রথমে পররাষ্ট্র মন্ত্রী এবং পরে উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
হাসান আখুন্দ জাতিসংঘের নিষেধাজ্ঞা তালিকাতেও ছিলেন। নব্বইয়ের দশকে তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী থাককালেই তাঁর ঘাড়ে নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Latest articles

Related articles