মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কন্যাপুরে DM অফিসে স্মারকলিপি দিল BMS

এনবিটিভি ডেস্ক:মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আসানসোলের কন্যাপুরে জেলাশাসকের স্মারকলিপি দিলো বিএমএস।বৃহস্পতিবার বিএমএসের নেতৃত্বে পশ্চিম বর্ধমান জেলাশাসক অফিসে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এই প্রসঙ্গে বিএমএস নেতৃত্বরা জানান, দেশজুড়ে মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে।এরফলে সাধারণ মানুষেরা সম্যসায় পড়েছেন।তাই এদিন পশ্চিম বর্ধমান জেলা শাসকের পাশাপাশি অনান্য সমস্ত জেলার জেলা শাসক অফিসে বিএমএসের নেতৃত্বে মূল্যবৃদ্ধি নিয়ে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এদিন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডুকে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এই স্মারকলিপির মাধ্যমে মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে।

Latest articles

Related articles